‘তক্ষক’ নামে এই প্রাণিটি কেনো এতো মহামূল্যবান?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্রাণিটির নাম ‘তক্ষক’। দেখতে অনেকটা গুই সাপের বাচ্চার মতো। এই প্রাণিটি নাকি মহামূল্যবান, কিন্তু কেনো?

‘তক্ষক’ নামে এই প্রাণিটির গায়ে লাল সিঁদুরের ও সাদা ফোঁটার মতো রয়েছে। আকারে বেশ ছোট। তবে ছোট হলেও অনেক বয়সী এটি। পূর্ব এশীয় দেশগুলোতে এই প্রাণিটি খুব চড়ামূল্যে বিক্রি হয়। কারণ তক্ষকের নাকি ওষুধি গুণ রয়েছে।

এই প্রাণিটির দুই ধরনের পা রয়েছে। কোনোটার ‘মুরগী পা’ আবার কোনোটার ‘হাঁস পা’। তবে ‘হাঁস পা’গুলোর দাম খুব বেশি। সর্বনিন্ম সাড়ে ৯ ইঞ্চি লম্বা এবং ৫২ গ্রাম ওজনের ‘হাস পা’ বেশি প্রচলিত। এর কম ওজন কিংবা লম্বায় সাড়ে ৯ ইঞ্চির ছোট হলে সেটি চলবে না। ইঞ্চির মাপ ধরা হয়ে থাকে চোখ হতে লেজের শেষঅংশ পর্যন্ত।

Related Post

অপরদিকে ‘মুরগি পা’গুলো ২৫৫ গ্রাম ওজন ও সাড়ে ১৫ ইঞ্চি লম্বা হতে হয়। আবার আরেকটা আছে ‘বার্মিজ’। ‘বার্মিজটা’ ওজন সাড়ে তিনশ গ্রামের নিচে হলে বিক্রির অনুপযুক্ত বলে বিবেচিত হয়।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেছেন, এটি সরিসৃপ জাতীয় প্রাণি, এরা নিশাচর। গাছের গর্তে বসবাস করে। বিভিন্ন পোকামাকড়, পাখির ডিম খেয়ে এরা জীবন ধারণ করে থাকে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বলেছেন, ‘সাউথ ইস্ট এশিয়ায় অনেকেই পোষা প্রাণির মতো ‘তক্ষক’ লালন-পালন করে বলে শোনা যায়। তারা মনে করেন যে, এই প্রাণিটি বাড়িতে থাকলে নাকি তাদের সৌভাগ্য বয়ে আনে। আবার নিঃসন্তানদের সন্তানাদি হয়।’

তিনি আরও জানান, এর বৈজ্ঞানিক নাম ‘Gekko gecko’। ইংরেজিতে একে ‘Tokay gecko’ বলা হয়ে থাকে। বাংলাদেশ হতে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত কিছু কিছু দ্বীপাঞ্চলে এই প্রাণি দেখা যায়।

উইকিপিডিয়ার তথ্য থেকে জানা যায়, ভারত ও বাংলাদেশসহ মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, কাম্পুচিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, চীনসহ বিভিন্ন দেশে প্রায় ৬০০ প্রজাতির তক্ষকের বসবাস।

বণ্যপ্রাণি ব্যবস্থাপনা এবং প্রকৃতি সংরক্ষণের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা বলেছেন, তক্ষকের বিষয়টি আমরা এখনও পরিষ্কার হতে পারিনি। বিভিন্ন সময় গ্রেফতারকৃতদের নিকট হতে জানা গেছে, পূর্ব এশীয় দেশগুলোতে এই প্রাণি চড়ামূল্যে বিক্রি করা হয়। এই তক্ষকের ওষুধি গুণ রয়েছে বলে শোনা যায়। কোনো কোনো দেশ হয়তো ‘তক্ষক’ দিয়ে ওষুধ তৈরি করে থাকতে পারে। তবে বিষয়টি এর বেশি কিছু আমাদের জানা নেই।

This post was last modified on সেপ্টেম্বর ২০, ২০১৬ 9:27 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% দিন আগে

ইলন মাস্ককে এক লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিলেন ডোনাল্ড ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…

% দিন আগে

গোল্ডেন আউল: ৩১ বছর ধরে চলা গুপ্তধন অধ্যায়ের সমাপ্তি ঘটলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…

% দিন আগে