দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গ্রাহকদের চাহিদানুযায়ী সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন আনছে অ্যালকাটেল। ‘আইডল ৪’ মডেলের নতুন এই স্মার্টফোনটি দেশের বাজারে আনতে যাচ্ছে বাংলাদেশী পরিবেশক ইরাসেল লিমিটেড।
জানানো হয়েছে, চলতি মাসের শেষের দিকে বাংলাদেশের বাজারে অ্যালকাটেল ‘আইডল ৪’ মডেলের নতুন এই স্মার্টফোনটি পাওয়া যাবে।
এতোদিন ভিআর হেডসেটের উদীয়মান বাজারে অ্যালকাটেলের পদচারণা ছিল না। এই খাতেও এবার প্রবেশ করতে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি। অ্যালকাটেলের নিজেদের প্রথমবারের মতো ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) অ্যালকাটেলের এই ‘আইডল ৪’ উন্মুক্ত হয়। তাছাড়া তিনটি ক্যাটাগরিতে ফোনটি পুরস্কারও লাভ করে।
৫ দশমিক ২ ইঞ্চির এইচডি ডিসপ্লের ‘আইডল ৪’ ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড মার্শম্যালো।
এই স্মার্টফোনটিতে আরও রয়েছে ৬৪ বিটের ১ দশমিক ৫ ও ১ দশমিক ২ গিগাহার্জের অক্টা-কোর প্রসেসর। সেটটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্নাপড্রাগন এমএসএম-৮৯৫২। আরও রয়েছে জি-সেন্সর, জাইরোস্কোপ, হল সেন্সর, ইকম্পাস।
‘আইডল ৪’ স্মার্টফোনটিতে রয়েছে:
১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।
ফেজ ডিটেকশন অটো ফোকাস।
টাচ ফোকাস।
জিও-ট্যাগিং।
আটো এইচডিআর।
ডিজিটাল জুম।
মাইক্রো ভিডিও।
ম্যানুয়াল মোড।
অ্যাপাচার সাইজ এফ২ দশমিক ০
ক্যামেরা সেন্সর ১/৩ ইঞ্চি
পিক্সেল সাইজ ১ দশমিক ১২ মাইক্রোমিটার।
সেলফি প্রেমীদের জন্য রয়েছে:
৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৮৪ ডিগ্রি ওয়াইডার অ্যাঙ্গেল যাতে সবাই মিলে তোলা যাবে গ্রুপ সেলফি।
রয়েছে ২৬১০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি।
হ্যান্ডসেটটির ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি। যা মাইক্রো এসডি দ্বারা ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এটির র্যাম ৩ জিবি।
ডুয়েল সিমের এই স্মার্টফোনটিতে আরও রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার। মোবাইলটির স্ক্রিণ কালার চোখের জন্য বেশ আরামদায়ক। আবার ছবি, ভিডিও, ওয়েবপেজ কিংবা টে·ট হবে ব্যবহারকারীর মনের মতো। কালো রঙের স্মার্টফোনটির বডির দৈর্ঘ্য ১৪৭ মিলিমিটার, প্রস্থ ৭২ দশমিক ৫ মিলিমিটার ও পুরুত্ব ৭ দশমিক ১ মিলিমিটার।
This post was last modified on সেপ্টেম্বর ২৮, ২০১৬ 12:11 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । ১৯৭১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ২৬ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১২ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ১৯৭১ সালের ২৫ মার্চ কৃষ্ণপক্ষের রাত। উত্তাল দিন শেষে সন্ধ্যা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সময়ের জনপ্রিয় ফিচার ফোন নকিয়া ৩২১০ নতুন রূপে আবারও…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যালার্জিক রাইনাইটিস হতে ত্বকের অ্যালার্জিও হয়ে থাকে অনেকের। ত্বক শুষ্ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া কাহিনী স্টুডিও কোন রেগুলার প্রডাকশন…