দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হামলার শঙ্কায় দিল্লিসহ কয়েকটি রাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ভারত। ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামের অভিযানের পর ভারত আশঙ্কা করছে যে, পাকিস্তান ‘প্রতিশোধ’ নিতে হামলা করতে পারে।
সে কারণে ভারতের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সীমান্তবর্তী অন্তত ৬টি প্রদেশে ‘হাই অ্যালার্ট’ জারি করেছে ভারত। গতকাল (শুক্রবার) ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব সতর্কতা জারি করে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দিল্লি ছাড়া সতর্ক অবস্থা জারি করা অন্য রাজ্যগুলো হচ্ছে রাজস্থান, পাঞ্জাব, জম্মু এবং কাশ্মীর, মহারাষ্ট্র ও গুজরাট। এছাড়াও সতর্ক অবস্থার আওতায় রয়েছে শিল্প এলাকা, বিমানবন্দর, সরকারি ভবন, ঐতিহাসিক স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ।
ঐতিহাসিক স্থাপনার মধ্যে সতর্কতার অধীনে থাকছে তাজমহল, লালদুর্গ ও ভারতের পূজামÊপগুলো।
গতকাল (শুক্রবার) বিষয়টি নিয়ে বৈঠক করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ওই বৈঠকে সম্ভাব্য হামলার বিষয় নিয়ে আলোচনা হয়। তারপর সতর্কতা জারির বিষয়টি জানিয়ে দেওয়া হয়।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে বলা হয়েছে, ‘পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা বড় ধরনের প্রতিশোধ নিতে পারে।’
ভারতের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা বলেছেন, অক্টোবর মাসজুড়ে সতর্ক অবস্থা জারি থাকতে পারে। ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ প্রতিক্রিয়া হিসেবে আগামী ১০ হতে ১৫ দিন দেখা হবে। চলতি মাসেই দীপাবলীসহ বিভিন্ন ধর্মীয় উৎসব রয়েছে ভারতে। সে কারণে পুরো অক্টোবরই এ ধরনের সতর্ককতা জারি থাকবে বলে জানানো হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এলাকায় পাকিস্তান ও ভারতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ভারতের দাবি, ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামে অভিযান চালিয়েছে পাকিস্তান। অপরদিকে পাকিস্তান একে বলছে, এলওসির ‘সুষ্পষ্ট লঙ্ঘন’। ওই ঘটনায় পাকিস্তানের দুই সেনা সদস্য নিহত হয়। জবাবে ভারতের এক সেনাকে আটক করেছে পাকিস্তান।
ঘটনায় ভারতের আট সেনা নিহত হয়েছে পাকিস্তান এমন দাবি করলেও তা অস্বীকার করেছে ভারত।