ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ টাইফুনে জাপান চলবে ৫০ বছর!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টাইফুনকে আমরা ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ হিসাবে দেখে থাকি। কিন্তু এই দুর্যোগকেও কাজে লাগাতে চলেছে জাপানি বিজ্ঞানীরা। তারা এমন এক টারবাইন বানিয়েছেন যা ঝড়ের তীব্র শক্তি কাজে লাগিয়ে ব্যবহারযোগ্য শক্তি উৎপাদন করবে!

তার এই তত্ত্ব যদি সঠিক হয়, তবে একটি টাইফুনের আঘাতে জাপান অন্ততপক্ষে ৫০ বছর চলতে পারবে। এমন খবর দিয়েছে সিএনএন।

খবরে বলা হয়েছে, বিশ্বের সর্বপ্রথম এই টাইফুন টারবাইনের উদ্ভাভক হলেন আতুশু শিমিজু। অত্যন্ত টেকসই, ‘এগবিটার’ আকৃতির এই ডিভাইসটি টাইফুনের জোরালো শক্তিকে শুধু আটাকাবেই না, সেই সঙ্গে একে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তরিতও করবে! উদ্ভাভক শিমিজু’র হিসাব অনুযায়ী, এই টারবাইন একটি টাইফুন হতে ৫০ বছর জাপানের শক্তি চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করতে সক্ষম!

Related Post

২০১১ সালে ফুকুশিমা দুর্যোগের প্রভাবে বর্তমানে জাপান শক্তির অভাব মোকাবেলা করছে। শিমিজু সিএনএন-কে বলেছেন, “বর্তমানে জাপানের সৌরশক্তির চেয়ে বেশি বায়ুশক্তি রয়েছে, এটি কাজে লাগানো হচ্ছে না।”

শিমিজু’র কথা ফেলেও দেওয়া যাচ্ছে না। চলতি বছর ইতিমধ্যে জাপানে ৬টি টাইফুন হয়েছে। এই হিসাবেই গ্রিন টেক প্রতিষ্ঠান ‘চ্যালেঞ্জারি’-এর প্রতিষ্ঠাতা এই উদ্ভাবক আরও জানান, জাপান ‘বায়ুশক্তিতে সুপারপাওয়ার’ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই টাইফুন টারবাইন দুটি ক্ষেত্রে প্রচলিত টারবাইন হতে একটু আলাদা। এটি সর্বতোমুখী অঘাতে কাজ করে, যে কারণে তা বায়ুর অপ্রতিরোধ্য গতির মুখেও টিকে থাকতে পারে। আবার ঝড়ের সময় ব্লেডের গতি নিয়ন্ত্রণের বাইরে গতি সীমিত রাখার বিষয়টিও নিশ্চিত করে।

জানানো হয়েছে, এক প্রোটোটাইপ টেস্টে এর দক্ষতা প্রায় ৩০ শতাংশ ছিল, যা প্রপেলারভিত্তিক টারবাইন হতে প্রায় ১০ শতাংশ কম।

শিমিজুর টারবাইন প্রচণ্ড ঝড়েও টিকে থাকতে সক্ষম। ২০১৩ সালে টাইফুন উসাগি ৮টি প্রচলিত টারবাইন ধ্বংস করেছিল।

চলতি গ্রীষ্মে ওকিনাওয়ার কাছাকাছি এলাকায় একটি ফাংশনাল প্রোটোটাইপ স্থাপন করা হয়। এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে উচ্চ বায়ুচাপে ডিভাইসটি পরীক্ষা করা। তাই বিশেষজ্ঞরা এখন অপেক্ষা করছেন একটি টাইফুনের। তখন বিষয়টি তাদের কাছে পরিষ্কার হবে।

This post was last modified on অক্টোবর ৩, ২০১৬ 7:38 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

চট্টগ্রামের একটি নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৫ মে ২০২৪ খৃস্টাব্দ, ২২ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

সঠিক নিয়ম মানলে আম খেয়ে পেটের কোনো সমস্যা হবে না

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পরিমাণে একটু বেশি আম খেলেই গ্যাসের মতো সমস্যা হয় অনেকের।…

% দিন আগে

বাংলা ভাষার প্রথম স্মার্টওয়াচ এবার বাজারে এলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ। দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান আজওয়া টেকের…

% দিন আগে

আবারও অনিরুদ্ধর সিনেমায় অভিনয় করবেন জয়া

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘পিংক’ এর নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর…

% দিন আগে

হামাসকে সাত দিনের সময় দিলো ইসরায়েল!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জিম্মি চুক্তিতে রাজি হতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে মাত্র সাত…

% দিন আগে

আলাদিনের আশ্চর্য প্রদীপ কিন্তু নয়: মরুভূমিতে খুঁজতে হবে এক সাহেবী কেতার ল্যাম্পশড!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের ছবিটি একটু ভিন্ন ধরনের এই ছবির ভিতরে লুকিয়ে চুরিয়ে…

% দিন আগে