Categories: সাধারণ

খাদিজার অবস্থা সংকটাপন্ন: সিলেটসহ জ্বলে উঠছে পুরো দেশ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছাত্রলীগ নেতার হামলার শিকার সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজার অবস্থা সংকটাপন্ন। গতকাল (মঙ্গলবার) বিকেলে অস্ত্রোপচার পর তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

চিকিৎসকেরা বলছেন, খাদিজার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ৭২ ঘণ্টা পার হলে তবেই কিছু বলা যাবে।

গত পরশু (সোমবার) বিকেলে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলা চালায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল আলম। তাকে এলোপাথারি ছুরিকাঘাত করা হয়। হামলার পর আহত ছাত্রীকে প্রথমে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। গতকাল তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। বিকেলে স্কয়ার হাসপাতালের নিউরো সার্জারির জ্যেষ্ঠ পরামর্শক রেজাউস সাত্তার সাংবাদিকদের জানান, জটিল অপারেশনের পর খাদিজাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপর তাঁর অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

Related Post

সোমবার বিকেলে খাদিজা সিলেট এমসি কলেজের পরীক্ষা শেষে হল থেকে বের হওয়ার পথে চাপাতি দিয়ে তাঁকে কুপিয়ে আহত করে বদরুল। খাদিজাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক দফা অস্ত্রোপচার করার পর রাতে তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। স্কয়ার হাসপাতালের নিউরো সার্জারির জ্যেষ্ঠ পরামর্শক রেজাউস সাত্তারের অধীনে খাদিজা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, খাদিজাকে কোপানোর পর তাঁর সহপাঠীসহ স্থানীয় জনতা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে সোপর্দ করে। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। বদরুল শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সহসম্পাদকের দায়িত্বে রয়েছেন।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানিয়েছেন, হামলা চালানোর কথা স্বীকার করেছেন আটক বদরুল। খাদিজার সঙ্গে প্রেমের সম্পর্কে টানাপোড়েন হতেই ক্ষিপ্ত হয়ে তিনি হামলা করেছেন বলে পুলিশকে বলেছেন।

এদিকে বদরুলের কঠোর শাস্তির দাবিতে সিলেকসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অব্যাহত রয়েছে। সর্বস্তরের জনগণ এহেন ঘটনায় ধিক্কার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

This post was last modified on অক্টোবর ৫, ২০১৬ 3:19 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

মানুষখেকো বাঘকে হাতির পিঠে বাঁধা হয়েছে! বিরক্ত জনগণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…

% দিন আগে

শীত ও গ্রাম-শহরের পিঠা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৫ পৌষ ১৪৩১…

% দিন আগে

যে ফলে কামড় দিলেই খিলখিলিয়ে হেসে উঠবে ত্বক!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…

% দিন আগে

অনার বাংলাদেশ নিয়ে আসছে ‘এক্সাইটিং’ ডিভাইস!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…

% দিন আগে

মৌরি প্রদাহ কমায়: তবে খাওয়ার নিয়ম মানতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…

% দিন আগে

ভাইরাল হলো প্রিয়াঙ্কার ভিডিও

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যস্ত সময় পার করে বছরশেষে একটু বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী…

% দিন আগে