দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের ছবি ‘বালা’র একটানা ২৬ দিন শুটিং শেষে গত সপ্তাহে দেশে ফিরেছেন অভিনেতা নিরব। এই ছবিতে ভারতীয় অভিনেত্রী কবিতা রাধেশ্যাম ছাড়াও থাকছেন পাকিস্তানী নায়িকা মীরা।
সত্য ঘটনার অবলম্বনে নির্মিত এই ভৌতিক ধাঁচের ‘বালা’ ছবিতে নিরবকে দেখা যাবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) কর্মকর্তার চরিত্রে। তার স্ত্রীর ভূমিকায় রয়েছেন ভারতীয় অভিনেত্রী কবিতা রাধেশ্যাম। অপরদিকে এই ছবিতে মনোবিজ্ঞানী চরিত্রে দেখা যাবে পাকিস্তানী অভিনেত্রী মীরা খানকে। কবিতা এবং মীরা উভয়ের বিপরীতে ‘বালা’য় অভিনয় করেছেন বাংলাদেশের এই জনপ্রিয় নায়ক নিরব।
নিরব এ প্রসঙ্গে বলেছেন, ”কষ্ট করেছি চলচ্চিত্রটি নিয়ে। বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় ভারতীয় চলচ্চিত্রে পাকিস্তানী তারকদের বয়কটের একটা হিড়িক চলছে। ‘বালা’ ছবির শুটিংয়ে পাকিস্তানী মীরা খানকে নিয়ে শুটিংয়ে প্রথমদিকে ঝামেলার সম্মুখীন হলেও পুরো ছবির কাজ শেষ করেছেন ছবির পরিচালক ফয়সাল সাইফ।”
পাকিস্তানী অভিনেত্রীর অভিনয়ে চলচ্চিত্রটি সেন্সরে কিংবা মুক্তিতে কোনো প্রভাব ফেলবে কি-না এমন প্রশ্নের জবাবে চলচ্চিত্রটির অভিনেতা নিরব বলেছেন, ”ছবির কাজ করতে গিয়ে যেহেতু সমস্যা হয়নি। আশা করছি মুক্তিতেও সমস্যা হওয়ার কথা নয়। সত্যি বলতে এখন শুধু মুক্তির অপেক্ষা।”
সবকিছু ঠিকঠাক থাকলে ফেইথ পিকচার্স প্রযোজিত ‘বালা’ ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
This post was last modified on অক্টোবর ২১, ২০১৬ 2:56 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…