দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক রকম বিতর্কের পর ভারতীয় মুসলিম সমাজে প্রচলিত তিন তালাক পদ্ধতি নিয়েও চলছে বিতর্ক। এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে এক জনসভায় এই পদ্ধতির সমালোচনা করেছেন।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ভারতের সরকার সুপ্রিম কোর্টও তিন তালাকের বিরোধিতা করেছে। তিন তালাক নিয়ে একটি জনমত যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে দেশটির আইন কমিশন।
তবে ভারতে মুসলিমদের শক্তিশালী একটি সংগঠন অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড এক্ষেত্রে সরকারি হস্তক্ষেপের বিরোধিতা করছে।
গবেষক সাবির আহমেদ বলেছেন, তিন তালাক নিয়ে বিতর্ক ভারতের মুসলমানদের বড় অংশের মধ্যে নেই। এটি খুবই শহর কেন্দ্রিক অ্যাকটিভিজম বলে তিনি বর্ণনা করেছেন। মি: আহমেদ মনে করেন এটি সবার কণ্ঠস্বর নয়।
তবে এই তিন তালাকের বিষয়টিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোচ্চার হওয়ার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে জনাব আহমেদের ধারনা। আগামীবছর ভরতের উত্তর প্রদেশের রাজ্য বিধান সভার নির্বাচন। উত্তর প্রদেশের মুসলিম নারীদের ভোট পাওয়ার জন্য নরেন্দ্র মোদী তিন তালাকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বলে অনেকেই মনে করেন।