দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘গ্যালাক্সি নোট ৭’-এর সমস্যার কারণে উৎপাদন ও বিক্রি বন্ধ করে দিতে হয় স্যামসাংকে। পাশাপাশি ক্ষমাও চেয়েছেন স্যামসাং এর সিইও। তবে আবারও বাজার মাত করার পরিকল্পনা করছে স্যামসাং!
ক্ষতি পুষিয়ে নিতে স্যামসাং বেশ জোর গতিতে শুরু করেছে গ্যালাক্সি এস৮ এবং গ্যালাক্সি এস৮ এজ স্মার্টফোন উৎপাদনের কাজ। ইতিমধ্যে বিভিন্ন ওয়েবসাইটে তথ্য আসতে শুরু করেছে এস৮-এর সম্ভাব্য স্পেসিফিকেশন। তবে সবই এখন রয়েছে গুজবের পর্যায়ে। কারণ স্যামসাংয়ের পক্ষ হতে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানানো হয়নি। অনুমান করা হচ্ছে আগামী বছরের শুরুর দিকে আসতে পারে ‘গ্যালাক্সি এস৮ এবং এস৮ এজ’।
একটি চীনা ওয়েবসাইটেও গ্যালাক্সি এস৮-এর সম্ভাব্য কিছু ফিচার সম্পর্কে বলা হয়েছে। গ্যালাক্সি এস৮ স্মার্টফোনে থাকতে পারে ৫.৫ ইঞ্চির ফোরকে (২১৬০×৩৮৪০ পিক্সেলস) সুপার অ্যামোলেড ডিসপ্লে। স্ক্রিণের পিক্সেল ঘনত্ব হওয়ার সম্ভাবনা ৮০৬ পিপিআই। এতে থাকতে পারে ৬ জিবি র্যাম। মাত্র কদিন পূর্বে ৬ জিবি র্যামের গ্যালাক্সি সি৯ প্রো বাজারে ছেড়েছে স্যামসাং।
গ্যালাক্সি এস৮-এর রিয়ার ক্যামেরা হওয়ার সম্ভাবনা ১৬ মেগাপিক্সেল। এরসঙ্গে থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। কম আলোতেও সুন্দর ছবি তোলা যাবে এই ক্যামেরা দিয়ে।
খবরে বলা হয়েছে, চমক হিসেবে আরও থাকতে পারে বেজেল-লেস ডিজাইন। এতে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। স্যামসাংয়ের সব ফোনই বাজারে আসার পূর্বে মোটামুটি সবার মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করে। তাই গ্যালাক্সি নোট ৭- এর সকল ত্রুটি মুছে ফেলে স্যামসাং নতুন চমক নিয়ে ঘুরে দাঁড়াতে পারে বলে মনে করছেন অনেকেই।