দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আগামী ১৩ নভেম্বর। নন্দিত এ লেখকের জন্মদিন উপলক্ষে মাসব্যাপী চলচ্চিত্র প্রচারের উদ্যোগ নিয়েছে চ্যানেল আই।
গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার করা হয় চলচ্চিত্র ‘চন্দ্রকথা’। এতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, ফেরদৌস, মেহের আফরোজ শাওন প্রমুখ।
আগামীকাল (৫ নভেম্বর) দুপুর ১টা ৫ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘দুই দুয়ারী’। এটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, মাহফুজ এবং মেহের আফরোজ শাওন।
১০ নভেম্বর ৩টা ৫ মিনিটে প্রচারিত হবে ‘৯ নম্বর বিপদ সংকেত’। এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, রহমত আলী, দিতি, তানিয়া আহমেদ, সোহেল খান প্রমুখ।
১২ নভেম্বর দুপুর ১টা ৫ মিনিটে প্রচারিত হবে চলচ্চিত্র ‘আমার আছে জল’। অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, বিদ্যা সিনহা মিম, জাহিদ হাসান, শাওনসহ প্রমুখ।
১৯ নভেম্বর প্রচারিত হবে চলচ্চিত্র ‘শ্রাবণ মেঘের দিন’। এই ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মাহফুজ, শাওন, মুক্তি, গোলাম মোস্তফাসহ প্রমুখ।