দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংজ্ঞা নিয়ে বেশ সমালোচনা ছিলো। তাই এবার মুক্তিযোদ্ধার সংজ্ঞার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেইসঙ্গে মুক্তিযোদ্ধার ন্যূনতম বয়স ১৩ বছর নির্ধারণ করা হয়েছে।
বলা হয়েছে, ১৯৭১ সালের ২৬ মার্চ যাদের বয়স ন্যূনতম ১৩ বছর ছিলো, তাদের নাম মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশের আলোকে প্রকৃত মুক্তিযোদ্ধার নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য তালিকা প্রণয়নের লক্ষ্যে ‘মুক্তিযোদ্ধা’র সংজ্ঞা এবং বয়স নির্ধারণ করে আজ (মঙ্গলবার) প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
জারিকৃত প্রজ্ঞাপনের সংজ্ঞায় বলা হয়েছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে যে সকল ব্যক্তি বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে- মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তারাই মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন।’