দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিমানে সব সময় মানসম্পন্ন খাবার দেওয়া হয় এটিই সকলের বিশ্বাস। কিন্তু এবার সেই বিশ্বাস ভঙ্গ করেছে ভারতের এয়ার ইন্ডিয়ার বিমান। এয়ার ইন্ডিয়ার বিমানের খাবারে পাওয়া গেছে তেলাপোকা!
ভারতের হায়দরাবাদ প্রদেশের বিমানবন্দর হতে এক ব্যক্তি এয়ার ইন্ডিয়ার বিমানে শিকাগো রওয়ানা হন। এ সময় বিমানে তাকে যে খাবার দেওয়া হয়, তারমধ্যে একটি মরা তেলাপোকা উদ্ধার করেন তিনি। পরে এ বিষয়ে বিমানবালার দৃষ্টি আকর্ষণ করা হলে ঘটনা সম্পর্কে তিনি কর্তৃপক্ষকে জানিয়ে দেন। এই ঘটনার পর ওই বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া তদন্ত শুরু করেছে।
দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, বিমানে যাত্রীদের খাবার পরিবেশনকারী ক্যাটারিং সংস্থাকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে।
বিমানটি হায়দরাবাদ হতে দিল্লি হয়ে শিকাগো যাচ্ছিল। বিমানের এক যাত্রীকে খাবার খেতে দেন বিমান সংস্থার কর্মীরা। হঠাৎ সেই ব্যক্তি আবিষ্কার করেন যে, খাবারের মধ্যে তেলাপোকা রয়েছে!
ওই ব্যক্তি তেলেপোকাসহ সেই ছবি তুলে টুইটারে পোস্টও করেন। এরপরই বিমান সংস্থার পক্ষ হতে ওই ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া হয়। এয়ার ইন্ডিয়া বিষয়টির তদন্ত করে দেখছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে।