দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পুলিশের উপ পরিদর্শক হিসেবেই সহকর্মীরা যাকে চেনেন। তার পুরো নাম সাফিয়া আফরোজ ইথি। কর্মরত রয়েছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চে। তবুও তিনি হয়েছেন একজন গায়িকা!
পুলিশের এই কর্মকর্তা কর্তব্যের পাশাপাশি গান নিয়েও দেখেন অনেক স্বপ্ন। তাইতো শত ব্যস্ততাকে উপেক্ষা করে তিনি দীর্ঘদিন ধরে করেছেন গানের চর্চা। কথায় বলা হয়, ‘যে রাঁধে- সে চুলও বাঁধে’।
সম্প্রতি এই পুলিশ কর্মকর্তা রাজীব হোসাইনের কথা-সুর-সংগীতে ‘গহীন বনে’ নামের লোক ধাঁচের গান করেছেন। ইতিমধ্যে ইউটিউবে অবমুক্ত করা হয়েছে এই গানের ভিডিওটি। ভিডিওটি নির্মাণ করেছেন শুভব্রত সরকার।
এই পুলিশ কর্মকর্তা ইথির অনন্য গুণ তাকে যেনো পৃথকভাবে উপস্থাপন করেছে। পুলিশ সদস্যদের সংস্কৃতি অঙ্গনে বিচরণ নতুন কিছু নয়। তবে এবার ইথি নিজেকে চেনালেন শুধু তিনি একজন দায়িত্ব পরায়ণ পুলিশ সদস্যই নন; কণ্ঠের যাদুতেও মুগ্ধ করতে পারেন শ্রোতাদের।
ইতিপূর্বে তিনটি মিশ্র অ্যালবামে গান করার সুযোগ পেয়েছেন তিনি। যদিও সঠিক প্রচারণার অভাবে সেগুলো শ্রোতাদের কাছে ঠিক তেমনভাবে পৌঁছাতে পারেনি।
সাফিয়া আফরোজ ইথি শিল্পকলা একাডেমি হতে বহু আগেই নিয়েছেন নাচের তালিম। কিশোরবেলায় দেশাত্মবোধক এবং লোকগীতির জন্য গোল্ড মেডেলও পেয়েছেন এই পুলিশ কর্মকর্তা।