দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতির কন্যা লামিয়া এবার পরিচালনায় নামছেন। মায়ের শেষ ইচ্ছা পূরণের জন্যই তিনি পরিচালনায় নামার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বছরের ২০ মার্চ মস্তিষ্কের ক্যান্সারে মারা যান দিতি। তার ইচ্ছে ছিলো মেয়ে লামিয়া পরিচালনা করবেন। মায়ের এমন ইচ্ছেপূরণেই নাটক নির্মাণ করছেন তাঁর মেয়ে লামিয়া।
গত২০ নভেম্বর রাজধানীর গুলশানে ‘দুই পুতুল’ নামে একটি নাটকের শুটিং শুরু করেছেন। এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এফএস নাঈম, কল্যাণ এবং আজমেরী হক বাঁধন।
নাটক পরিচালনা প্রসঙ্গে লামিয়া চৌধুরী বলেছেন, মায়ের ইচ্ছে ছিলো আমি পরিচালনা করি। তার ইচ্ছে পূরণ করতেই আমি কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয় হতে এ বিষয়ে স্নাতক ডিগ্রি নিয়েছি। পরে টরেন্টো ফিল্ম স্কুল হতে ফিল্ম প্রোডাকশনের ওপর দেড় বছর মেয়াদি সার্টিফিকেট কোর্স করি।
লামিয়া আরও বলেন, বিভিন্ন কারণে মা জীবিত থাকা অবস্থায় আমি কাজ শুরু করতে পারিনি। মায়ের ইচ্ছা এবং অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য পরিকল্পনাগুলো বাস্তবায়নে প্রথমে ছোট পর্দায় পরিচালনা শুরু করলাম। মা আজ বেঁচে থাকলে অনেক আনন্দ পেতেন। দিতির প্রতিষ্ঠিত প্রোডাকশন হাউজ ‘দিতি লামিয়া দীপ্ত’ সংক্ষেপ হলো ‘ডিএলডি’ হতেই সবগুলো নির্মাণ কাজ করবেন লামিয়া চৌধুরী। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।