দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৩০ নভেম্বর ২০১৬ খৃস্টাব্দ, ১৬ অগ্রহায়ণ ১৪২৩ বঙ্গাব্দ, ২৯ সফর ১৪৩৮ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
সত্যিই এক ব্যতিক্রমি ডিজাইনের পাখি হলো এই পাতি হুদহুদ। পাখিটিকে দেখে মনে হবে যেনো তুলিতে আঁকা ছবি।
পাতি হুদহুদ বা মোহনচূড়া (Upupa epops) ইংরেজি নাম: Eurasian Hoopoe। ইউপুপিডি পরিবারের অন্তর্গত ইউপুপাগণের এক প্রজাতির মাঝারি আকারের দুর্লভ পাখি এটি। এই পাখি বাংলাদেশের স্থানীয় পাখি। এিই পাখি দেশের সর্বত্র দেখতে পাওয়া যায়।
আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern কিংবা আশংকাহীন বলে ঘোষণা করেছে। বাংলাদেশে এরা Least Concern কিংবা আশংকাহীন বলে বিবেচিত। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত ।
হুদহুদ পাখি দৈর্ঘ্যে প্রায় ৩১ সেন্টিমিটার ও ওজন ৬৫ গ্রাম হয়ে থাকে। ছেলে এবং মেয়ে পাখির চেহারা একই ধরনের। মুখ, গলা ও বুক কমলা-পীতাভ কিংবা লালচে-কমলা। ডানায় সাদা ও কালো রঙের ডোরাকাটা দাগ রয়েছে এই পাখির। মাথায় সুন্দর একটি ঝুঁটি রয়েছে যার রং কমলা। প্রজনন মৌসুমে পুরুষ পাখি ঝুঁটি ফুলের মতো মেলে ধরে তার সঙ্গীকে আকৃষ্ট করার চেষ্টা করে।
ছবি: www.environmentmove.com এর সৌজন্যে।