দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সমুদ্র বা নদী পথে অনেক দুর্দান্ত পথ রয়েছে। কিন্তু এমন উত্তাল নদীর বুকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ এক রেলপথ দেখুন এই ভিডিওটিতে!
এটি ভারতের চেন্নায়ের রামেশ ওয়ারামে অবস্থিত একটি সেতু। এই সেতুর মাঝে রয়েছে একটি গেটের মতো। যেটি লঞ্চ কিংবা ফেরি যাওয়ার সময় উঠে যায়।
তবে ট্রেন চলার সময় অত্যন্ত বিপদজনকভাবে চলাচল করে। দেখে আপনিও ভীত হয়ে পড়বেন। এমন বিপদজনক যাত্রাটি হয়তো সকলের কাছে সুখকর নাও হতে পারে। এই রেলসেতুর পাশেই রয়েছে একটি সড়ক সেতু। যেটি দিয়ে বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল করে।
দেখুন সেই বিশ্বের সবচেয়ে ভয়াবহ রেলপথ যাত্রা
https://www.youtube.com/watch?v=bY-COYoauc4