দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নাইজেরিয়ার এক ফুটবলার সাইকেলে চড়ে ফুটবল মাথায় নিয়ে ১০৩.৬ কিলোমিটার পাড়ি দিয়ে নতুন রেকর্ড গড়লেন।
হ্যারিসন শিনেডু নামের নাইজেরিয়ার ওই ফুটবলার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নামটি লেখানোর দাবি করেছেন।
মাথায় ফুটবল রেখে সাইকেল চালিয়ে এর চেয়েও বেশি পথ পাড়ি দেওয়ার নজির না থাকার দাবিও করেছেন এই ফুটবলার। তবে গিনেস কর্তৃপক্ষ সবকিছু পরীক্ষা করে তার নাম আসলেই গিনেস বুকে ওঠানো যায় কীনা সে বিষয়ে তিন মাস পর জানিয়ে দেবে।
নাইজেরিয়ান হলেও ১০ বছর ধরে কম্বোডিয়ার লিগে খেলছেন হ্যারিসন শিনেডু। সিএনএনকে শিনেডু জানিয়েছেন, ‘আমি এটা করেছি, কারণ ঈশ্বর-প্রদত্ত যে প্রতিভা আমার রয়েছে, সেটিকে বিশ্বের সামনে আমি তুলে ধরতে চেয়েছি। আমি বিশ্বজুড়ে তরুণদেরও উজ্জীবিত করতে চেয়েছি, যেনো তারা কখনও করেনি, এমন কিছু করতে তারা উদ্বুদ্ধ হয়।’
ফুটবল মাথায় নিয়ে এতোটা পথ পাড়ি দিতে সবচেয়ে চ্যালেঞ্জিং কোন বিষয়টি ছিলো এই প্রশ্নের জবাবে শিনেডু বলেছেন, সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ ছিলো একো ব্রিজ নামে একটি স্থান। লাগোস লেগুনের ওপর এই ব্রিজটির দৈর্ঘ্য ৩.৪৩ কিলোমিটার, যা কিনা লাগোস দ্বীপ এবং লাগোসের মূল ভূমির মধ্যে সংযোগ তৈরি করেছে।
হ্যারিসন শিনেডু একবারের জন্যও মাথার বলটি পড়তে না দিয়ে ১০৩.৬ কিলোমিটার সাইকেলে পাড়ি দেওয়া এই ফুটবলারের রেকর্ড এখন গিনেস বুকে দেখার জন্য অপেক্ষায় রয়েছে তার ভক্ত অনুরাগীরা।