দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ ছবিতে দিপালী আখতার তানিয়া অভিনয় করছেন।
আবারও নতুন একটি ছবিতে যুক্ত হলেন নায়িকা দিপালী আখতার তানিয়া। অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ ছবিতে মডেল ও অভিনেতা জনের বিপরীতে অভিনয় করবেন তিনি।
গত সপ্তাহে ‘আমি তোমার হতে চাই’ ছবিটির শুটিং শুরু হয়েছে। কক্সবাজারে একটি গানের শুটিংয়ের মধ্যদিয়ে ছবিটির ক্যামেরা চালু হয়। এতে অংশ নেন জন-দিপালী। জন এর আগে দু’টি ছবির কাজ শুরু করলেও দীপালির সঙ্গে জুটি করে এই প্রথম অভিনয় করছেন।
নায়িকা দিপালী বলেছেন, ‘ইতিমধ্যে আমার অভিনীত ‘বাজে ছেলে’ ছবিটি মুক্তি পেয়েছে। দর্শকদের আগ্রহের কারণে আমি নতুন কাজ করার উৎসাহ পাচ্ছি। অনেকগুলো নতুন ছবির সঙ্গে কথা হয়েছে। তবে একটু বেছে কাজ করার চেষ্টা করছি।’
দিপালী বলেছেন, ‘অনন্য মামুন স্যারের ‘আমি তোমার হতে চাই’ ছবিটির গল্প অসাধারণ, আমি সাধারণ একটা মেয়ের ভূমিকায় অভিনয় করছি। যে মেয়েটি তার ভালোবাসার মানুষকে পেতে লড়াই করে যাবে। জনের সঙ্গে এটি আমার প্রথম কাজ। দু’জন খুব স্বাচ্ছন্দ্যে কাজ করছি।’
অনন্য মামুন বলেছেন, ‘‘আমি তোমার হতে চাই’ ছবিতে জন একজন গ্যাংস্টারের চরিত্রে কাজ করছেন। আমার মনে হয় এই চরিত্রের সঙ্গে জনের লুকটা অসাধারণ, তাই দর্শকদের ভালো লাগবে। তার প্রেমিকার চরিত্রে অভিনয় করবেন দিপালী। ইতিমধ্যে দিপালীর একটি ছবি মুক্তি পেয়েছে। দিপালীর অভিনয় আমি দেখেছি, আমার মনে হয়েছে সুযোগ পেলে সে আরও ভালো করবে।’