দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে ঢাকাই চলচ্চিত্রে ভিলেন চরিত্র বা খল চরিত্রে অভিনেতা হলেন মিশা সওদাগর। এবার তিনি নায়কের ভূমিকায় অভিনয় করবেন।
বর্তমানে সময়ে খল চরিত্রের ভূমিকায় কে প্রতিষ্ঠিত এমন প্রশ্ন উঠলে প্রথমেই আসবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা মিশা সওদাগরের নাম। যদিও মিশার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল নায়ক হিসাবেই। এরপর কেটে গেছে ৩০ বছর। বার বার দর্শকদের সামনে হাজির হয়েছেন এই অভিনেতা ভিন্ন ভিন্ন একজন খারাপ মানুষের রূপে। তবে দর্শকদের জন্য ভালো একটি খবর হলো ৩০ বছর পর আবার একক নায়ক হিসাবেই হাজির হচ্ছেন মিশা সওদাগর।
পরিচালক জি সরকার বলেন, ‘দর্শকরা সব সময় মিশা সওদাগরকে খারাপ মানুষ হিসাবেই সিনেমায় দেখে আসছেন। তাই আমি চাই, দর্শকদের নতুন কিছু উপহার দিতে। সেই ভাবনা হতেই মিশাকে নায়ক বানানো। গল্প লেখার পর যখন চরিত্রটি নিয়ে ভাবলাম তখনই মনে হলো, মিশা ছাড়া এই চরিত্রে আর কাওকে মানাবে না।’
ছবিটিতে সংগীত পরিচালনা করছেন দেবেন্দ্র চট্টোপাধ্যায়। ইতিমধ্যে চলছে গান রেকর্ডিংয়ের কাজ।
উল্লেখ, ১৯৮৬ সালে ছটকু আহমেদের ‘চেতনা’ ছবির তিন নায়কের একজন হয়ে অভিনয় করেন মিশা সওদাগর।