দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রাজিলের একটি ফুটবল দল নিয়ে কলম্বিয়ায় বিধ্বস্ত বিমানের ৮১ আরোহীর মধ্যে ৬ জন বেঁচে রয়েছেন। সংবাদ মাধ্যম সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
কলম্বিয়ার বিমান পরিবহন কর্তৃপক্ষ বলেছে, বিমানটিতে ব্রাজিলীয় ফুটবল ক্লাব শাপেকোয়েন্সের খেলোয়াড়সহ ৭২ যাত্রী ও ৯ জন ক্রু ছিলেন।
সোমবার দিবাগত মধ্যরাতে কলম্বিয়ার মেডিলিন শহরে অদূরে রিওনেগ্রো এলাকায় ওই বিমানটি বিধ্বস্ত হয়। কলম্বিয়ার বিমান পরিবহন কর্মকর্তারা এক বিবৃতিতে জানান, লা সেজা ও লা ইউনিয়ন পৌরসভার মধ্যে থাকা অবস্থায় বিমানটি জরুরি সংকেত দেখায়। এর কয়েক মুহূর্ত পর বিমানটি মেডিলিনের পাশে বিধ্বস্ত হয়।
বিমান পরিবহন কর্তৃপক্ষ প্রথমে বলে, এই দুর্ঘটনায় ৩ জন খেলোয়াড়, ২ জন ক্রু ও ১ জন সাংবাদিক বেঁচে রয়েছেন।
বেঁচে যাওয়া ৬ জনের মধ্যে কমপক্ষে ২ জন ফুটবল খেলোয়াড় ও ১ জন ক্রু। বেঁচে যাওয়া ২ খেলোয়াড় হলেন- অ্যালান লুসিয়ানো রাশেল এবং জ্যাকসন রাগনার। আর জিমেনা সুয়ারেজ নামে একনজ ক্রু বেঁচে রয়েছেন। জীবিতদের মধ্যে বাকি ৩ জনের পরিচয় জানা যায়নি।
বিমান নিয়ন্ত্রক পালামাসের তথ্যমতে, বলিভিয়ার ভিরু ভিরু বিমানবন্দর হতে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে বিমানটি উড্ডয়ন করে।
কী কারণে এই দুর্ঘটনা তা এখনও পরিষ্কার করে বলতে না পারলেও কর্মকর্তারা বলেছেন, জীবিত অবস্থায় উদ্ধারকৃতদের হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনা স্থলের ছবিতে দেখা যাচ্ছে, বিমানের বিধ্বস্ত অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।