দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিশরের প্রত্নতত্ত্ববিদরা বলেছেন, তারা এমন এক শহর আবিষ্কার করেছেন যে শহর ৫ হাজার বছরেরও বেশি প্রাচীন।
মিশরের প্রত্নতত্ত্ববিদরা দাবি করেছেন যে, এই শহরে বাড়িঘর, মানুষের ব্যবহৃত জিনিসপত্র ও বহু কবর খুঁজে পেয়েছেন। নীল নদের পাশে মিশরের অ্যাবিডস এলাকায় সেটি দেবীর মন্দিরের কাছাকাছি স্থানের এই শহরটির অবস্থান বলে প্রত্নতত্ত্ববিদরা দাবি করেছেন।
বিশেষজ্ঞরা বলেছেন, গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমাধি তৈরি করতেন এমন ব্যক্তিদের কবর রয়েছে এই শহরটিতে।
ইতিমধ্যে ১৫টি কবর রয়েছে যেগুলো দেখে ধারণা করা যায় যে, মৃতদের সামাজিক অবস্থান ওই শহরের অন্যান্য বাসিন্দাদের চেয়ে বেশি ছিলো।
প্রত্নতত্ত্ববিদরা বলেছেন, তারা এমন সব প্রমাণ পেয়েছেন যা হতে তারা ধারণা করতে পারছেন যে প্রাচীন মিশরে গোড়ার দিকে ওই শহরটি জমজমাট হয়ে উঠেছিলো।