দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বি আইসিসি)এক্সপো মেকারের আয়োজনে ১৫ ডিসেম্বর হতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৮তম ‘ল্যাপটপ মেলা ২০১৬’।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৫ ডিসেম্বর হতে ১৭ ডিসেম্বর তিন দিনব্যাপী এই মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত।
এবারের ১টি মেগা প্যাভিলিয়ন, ৬টি প্যাভিলিয়ন, ৬টি মিনি প্যাভিলিয়ন এবং ৪৪ স্টলে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় অনেকগুলো প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন এবং বিক্রি করবে।
এবারের মেলায় আসুস, ডেল, এইচপি, এসার, লেনোভো, ওয়ালটন, লাভা, লিনাক্স, টুইনমস, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডি-লিংক, ইসেট অ্যান্টিভাইরাস, অ্যাভিরা, রাপু, এ-ডাটাসহ বিভিন্ন ব্র্যান্ডের পণ্য পাওয়া যাবে।
এই প্রদর্শনী হতে ক্রেতারা ট্যাবলেট কম্প্টিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য এবং ল্যাপটপের আনুষঙ্গিক গ্যাজেটস কিনতে পারবেন। বিশেষ ছাড়, উপহারের পাশাপাশি মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়কও উন্মোচন করা হবে।
মেলার প্রধান পৃষ্ঠপোষক টেকশহর ডটকম। সহ-পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ওয়ালটন, এসার, আসুস, ডেল, এইচপি ও লেনোভো। তাছাড়া স্মার্টফোন পার্টনার হিসেবে থাকবে লাভা, টিকিট বুথ পার্টনার হিসেবে অ্যাভিরা সিকিউরিটি ও পার্টনার হিসেবে রয়েছে পিপলস রেডিও এবং এডুমেকার।