দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬ খৃস্টাব্দ, ২৭ অগ্রহায়ণ ১৪২৩ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৩৮ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
চীনা ভাষায় ‘ছিয়ানতাওহু’র অর্থ হলো ‘হাজার দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত হয়েছে এই হ্রদ’। ছিয়ানতাওহু হ্রদ চেচিয়াং প্রদেশের ছুনআন জেলার অন্তর্গত।
পৃথিবীতে আর কোনো হ্রদের এতো দ্বীপ রয়েছে বলে মনে হয় না। এ-হ্রদের আরেক নাম হলো ‘সিনআনচিয়াং জলাধার’। এখানকার নদী এবং হ্রদের পানি খুবই পরিষ্কার। ভোরবেলা কিংবা সন্ধ্যাবেলায় ঘন কুয়াশায় ঢাকা থাকে এই হ্রদটি। তখন সেখানে এক স্বর্গীয় দৃশ্যের অবতারণা হয় এখানে। এই স্থানের আবহাওয়া খুবই আরামদায়কও বটে। সব মিলিয়ে সত্যিই এক সুন্দরতম স্থান এটি।
ছবি ও তথ্য: http://bengali.cri.cn/ এর সৌজন্যে।