দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কে রাষ্ট্রদূত আন্দ্রে কারলভকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তুরস্কে রাষ্ট্রদূত হত্যার ঘটনার পর সারাবিশ্বে রাশিয়ার দূতাবাসগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি জোর দিয়ে জানতে চেয়েছেন হত্যাকারীর নেপথ্যে নির্দেশদাতা কে ছিলো।
পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই হত্যাকাণ্ডে রাশিয়ার জবাব হবে ভয়াবহ। পুতিন বলেছেন, রাশিয়া এবং তুরস্কের সম্পর্ককে নস্যাৎ করে দিতে এই হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনা চালানো হয়েছে। সিরিয়া সঙ্কট সমাধানে ইরান এবং তুরস্ককে সঙ্গে নিয়ে মস্কো যে উদ্যোগ নিয়েছে তাকে বানচাল করার উদ্দেশ্যেই এমন হামলা চালানো হয়েছে বলে তিনি মনে করেন।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আরও বলেছেন, ইতিমধ্যে রাশিয়ার তদন্তকারীরা তদন্ত শুরু করেছে। খবরে বলা হয়েছে, ক্রেমলিনে এক বিশেষ বৈঠকে বক্তব্য রাখছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখান থেকে তার মন্তব্য প্রকাশ করা হয়েছে টেলিভিশনে। এতে তিনি নিহত রাষ্ট্রদূত কারলভের ভূয়সী প্রশংসাও করেন।
উল্লেখ্য, তুরস্কের রাজধানী আঙ্কারায় চিত্র প্রদর্শনীতে একটি আর্ট গ্যালারিতে উপস্থিত হয়েছিলেন রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কারলভ। সেখানে তাকে পিছন থেকে অতর্কিত গুলি করা হয়। ক্রেমলিন থেকে যখন পুতিনের বক্তব্য প্রচার করা হয় টেলিভিশনে তখন তার মুখমণ্ডলে মাংসপেশিগুলো যেনো শক্ত হয়ে ওঠে। আর তাতে ফুটে ওঠে তার ক্ষোভের বহিঃপ্রকাশ।
This post was last modified on ডিসেম্বর ২০, ২০১৬ 10:19 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্যস্ত সময় পার করে বছরশেষে একটু বেড়াতে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এক দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাটি ভারতের। সেখানকার কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…