দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, সানজিদা প্রীতি, শর্মীমালা, মৌটুসী বিশ্বাস ও মুমতাহিনা টয়া’-এই সাতজনকে আর ‘ডলস হাউস-২, সাতটি তারার তিমির’ নাটকে দেখা যাবে না। কারণ হলো, নাটকটি শেষ হয়ে যাচ্ছে।
নির্মাতা আফসানা মিমির ধারাবাহিক নাটক ‘ডলস হাউস-২, সাতটি তারার তিমির’। ২০১৪ সালের ২৯ নভেম্বর এটিএন বাংলায় শুরু হয়েছিলো এই নাটকটি। প্রায় দুই বছর টানা চলা এই নাটকটির শেষ পর্ব প্রচার হয় গত সোমবার।
শুরুটা ডেইলি সোপ হিসেবে হলেও পরবর্তীকালে তা সপ্তাহে দুইদিন করে প্রচার হতো। নাটকটি নির্মাতা-অভিনেত্রী আফসানা মিমি পরিচালিত ‘ডলস হাউস’ ধারাবাহিকের সিক্যুয়েল।
মিমির মূল ভাবনা ও নজরুল ইসলামের নাট্যরূপে ধারাবাহিকটি যৌথভাবে পরিচালনা করেছেন মিমি এবং রাকেশ বসু। ধারাবাহিকটির মূল সপ্তর্ষীর ভুমিকায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, সানজিদা প্রীতি, শর্মীমালা, মৌটুসী বিশ্বাস ও মুমতাহিনা টয়া। এছাড়া আরও রয়েছেন দিলারা জামান, আল মামুন, সুবর্ণা মুস্তাফা, ইন্তেখাব দিনার প্রমুখ।
এক প্রবাসী বন্ধুর ফিরে আসাকে কেন্দ্র করে একদল বন্ধুর আবারও একত্রিত হওয়ার কাহিনী নিয়েই এই গল্প দিয়েই শুরু হয়েছে ‘সাতটি তারার তিমির’।