দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি বাংলাদেশ হোন্ডা লিমিটেডও তাদের বিভিন্ন মডেলের বাইকের দাম কমানোর ঘোষণা দিয়েছে। মূল্যছাড় দিলো সুজুকি বাইকে।
শুধু হোন্ডা ওয়েভ আলফা ছাড়া অন্য মডেলে বিশাল ছাড় ইতিমধ্যেই শুরু হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে সরকার ঘোষণা দিয়েছে যে, যেসব প্রতিষ্ঠান দেশে মোটরসাইকেল তৈরিতে কাজ করবে, তাদের সুবিধার্থে আমদানি শুল্কহার কমানোর হবে।
পাশাপাশি সরকার ৩ বছর মেয়াদী একটি পরিকল্পনাও হাতে নিয়েছে, যাতে দেশের বিভিন্ন মোটরসাইকেল নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে উৎপাদন শুরু করবে। যে কারণে তারা শুল্ক হ্রাসের সুবিধাও পাবে।
জানা গেছে, র্যাংকন মোটরবাইক তাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট সুজুকি জিক্সারের দাম কমানোর উদ্যোগ নিয়েছে। সুজুকি জিক্সার গত ২ বছর ধরে ১৫০ সিসি’তে দেশের বাজারে সবচেয়ে বিক্রীত বাইকগুলোর একটি।
একমাত্র সুজুকি হায়াতে’ই তাদের ১০০-১১০ সিসির বাইক যেটিতে ১৫,০০০ টাকা ছাড় দিয়েছে। স্লিং শট রাস্তায় তেমন একটা চোখেই পড়ে না, সেটিতে ছাড় দিয়েছে ১৭,০০০ টাকা। তবে সবচেয়ে বড় ছাড় দেওয়া হয়েছে ১৫০ সিসি ক্যাটাগরির জিক্সার-এ।
সম্প্রতি বাংলাদেশের তরুণদের কাছে জনপ্রিয় এই নেকেড বাইকটিতে র্যাংকন ২৫,০০০ টাকা মূল্যহ্রাস করেছে বলে জানানো হয়েছে।
এই হ্রাসকৃত মূল্যে দেশব্যাপী সুজুকি মোটরসাইকেলের সকল ডিলার পয়েন্ট এবং শো-রুমে ২৩ ডিসেম্বর ২০১৬ হতে কার্যকর হবে বলে জানানো হয়।