দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘকে আড্ডাস্থল হিসেবে অভিহিত করলেন!
ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় বলেছেন, জাতিসংঘ এখন হেসেখেলে সময় কাটানোর ক্লাবে পরিণত হয়েছে। গত মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি এমন তথ্য দিয়েছে।
দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপন বন্ধের আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদ প্রস্তাব পাস করার কারণে ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের ওপর বেশ চটেছেন।
নিজের টুইটার অ্যাকাউন্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “চাইলে অনেক কিছু করার ক্ষমতা রয়েছে জাতিসংঘের। তবে এখন জাতিসংঘ এমন এক ক্লাবে পরিণত হয়েছে যেখানে মানুষ জড়ো হয় আর গল্প ও হেসেখেলে সময় কাটিয়ে দেয়।”
ফিলিস্তিনিদের নিকট হতে দখলে নেওয়া ভূখণ্ডে ইহুদিবাদীদের জন্য বসতি নির্মাণ করে যাচ্ছে ইসরাইল। এই পর্যন্ত হাজার হাজার বাড়ি নির্মাণ করা হয় মুসলমানদের ভূখণ্ডে। এ বিষয়ে আমেরিকা সব সময় সবুজ সংকেত দিয়ে এলেও সম্প্রতি জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ইসরাইল-বিরোধী প্রস্তাবটি পাস হওয়ার সুযোগ দিয়েছে।
ওবামার নেতৃত্বাধীন আমেরিকা এই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেয়নি। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব পাস হওয়ায় বেশ ক্ষুব্ধ হয়েছেন। ইতিপূর্বেও জাতিসংঘের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প।