দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নায়িকা হলো পরীমনি। ২০১৬ সাল তাঁরজন্য ছিলো এক আলোচিত বছর। এ বছর ২০১৭ সাল কেমন যাবে পরীমনির?
বাংলা চলচ্চিত্রে এক লাগামহীনভাবে এগিয়ে চলেছেন পরীমনি। একের পর এক ছবিতে কাজের অফার, পরীমনিকে করেছে ব্যস্ততম এক নায়িকা রূপে। তাইতো সাইন করেছেন অনেকগুলো ছবিতে। কাজ করছেন বেশ কয়েকটি ছবিতে। মুক্তি প্রতীক্ষায় রয়েছে আরও কয়েকটি ছবি।
বাংলা চলচ্চিত্রের দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না সাম্প্রতিক সময়। তবে পরীমনির মতো একনিষ্ঠ অভিনেত্রী ঢাকায় চলচ্চিত্রের দিনকাল যেনো পাল্টে দিতে চলেছে।
জনপ্রিয়তার শীর্ষস্থানে গিয়ে এদেশের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পরীমিন। আজ বছরের শুরুতে তাঁর ভক্তরা কামনা করছেন নতুন বছরে পরীমনির আরও অনেক অনেক ছবি তারা দেখতে চান। সকলের প্রত্যাশায় তাই।