দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর চলচ্চিত্র প্রযোজনা করবেন বলে ঘোষণা দিয়েছেন। আর গায়ক আসিফের ছবির নায়ক হচ্ছেন মিশা সওদাগর!
সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, শুধু ঘোষণাই নয়, ইতিমধ্যে ছবিটির কাজ নিয়েও অনেক দূর এগিয়ে গেছেন আসিফ।
জানা গেছে, চিত্রনাট্য লেখা প্রায় সম্পন্ন হতে চলেছে। একটি টেলিভিশন টকশোতে এসে এ কথা জানিয়েছেন আসিফ। ছবির কুশীলব কে হবেন? এমন প্রশ্নের জবাবে আসিফ বলেছেন, আমার ছবিটি হবে মূলত ‘পিতা’ কেন্দ্রিক। একজন সন্তানকে গড়ে তুলতে পিতার যে ভূমিকা রয়েছে সে বিষয়গুলো এই ছবিতে উঠে আসবে।
তিনি বলেন, আমি আমার উপলব্ধি হতে ছবিটির গল্প চিন্তা করেছি। মায়ের ভূমিকা রয়েছে তবে বাবার যে ভূমিকা সেটাও কম নয়। অনেক সময় বড় হয়ে সন্তানেরা সে ভূমিকা ভুলে যায়। আমার ছবিতে সেসব গল্পই উঠে আসবে।’ ছবির নায়ক কে হচ্ছেন? এই প্রশ্নের জবাবে জনপ্রিয় এই কণ্ঠশিল্পী আসিফ বলেন, ‘নায়ক চূড়ান্ত, মিশা সওদাগর।