দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাকিস্তানের ধারণা ভারতের মিসাইল কর্মসূচি আঞ্চলিক শান্তির জন্য বিপজ্জনক হতে পারে। ভারতের এই কর্মসূচি আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে পাকিস্তান।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিম-এর (এমটিসিআর) কাছে নিজেদের এই আশঙ্কার কথা প্রকাশ করেছে ইসলামাবাদ।
টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বর্তমানে এমটিসিআর-এর এক প্রতিনিধি দল পাকিস্তানে অবস্থান করছে। সেখানেই ভারতের মিসাইল কর্মসূচির দোহাই দিয়ে আঞ্চলিক স্থিতাবস্থা ক্ষুণ্ণ হওয়া নিয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান।
সংবাদ মাধ্যমের খবরে আরও বলা হয়, অগ্নি ৪-এর উৎক্ষেপণের পর হতেই এমন উদ্বেগ শুরু করে পাকিস্তান। ৪ হাজার কিলোমিটার দূর হতে যে কোনো বস্তুকে নিশানা করার ক্ষমতা রয়েছে এই অগ্নি ৪-এর। ওই ইঙ্গিত পাওয়ার পরই এমটিসিআর-এর কাছে নিজেদের আশঙ্কার কথা প্রকাশ করলো পাকিস্তান।
শুধু তাই নয়, পাকিস্তান দাবি করেছে, ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা আঞ্চলিক স্থিতাবস্থাকে নড়বড়ে করে দিতে পারে।