দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাইক্রোসফট নতুন এক প্যাটেন্ট করেছে। যেটিতে এমন এক প্রযুক্তি যন্ত্রের কথা বলা হয়েছে, যা একটি ফোনকে অনায়াসে ট্যাবে রূপান্তরিত করা যাবে।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এই কব্জার মাধ্যমে ফোনটিকে অনেকটা লেনোভোর ইয়োগা ট্যাবের মতোই ব্যবহার করা যাবে। এর অর্থ দাঁড়াচ্ছে এটাকে তাবুর মতোও দাঁড় করানো যাবে!
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে বলেছে, দুই কিংবা তিনটি স্ক্রিণের মাধ্যমে যন্ত্রটির আকার বড় করা হবে। মাইক্রোসফটের অরিজিনাল কুরিয়ার কনসেপ্ট থাকবে এটিতে।
সেইসঙ্গে মাইক্রোসফট সাইফেস প্রো-ট্যাবের নতুন একটি সংস্করণ নিয়েও কাজ করছে। আশা করা হচ্ছে যে, এটি এ বছরের প্রথমদিকেই চলে আসবে। নতুন সারফেস প্রো-টি ৫.২ ইঞ্চির হবে। আল্ট্রা-এইচডি ডিসপ্লে ও ম্যাগনেটিক চার্জিং স্টাইলাস হবে এটির অনন্য বৈশিষ্ট্য। এটি তৈরি করবে পেগাট্রন টেকনলজি।