দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘ একযুগ পর এবার মনতাজুর রহমান আকবরের নতুন একটি ছবিতে অভিনয় করতে চলেছেন মৌসুমী। এতে ডিপজলের স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন তিনি!
ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা হিসেবে খ্যাত মৌসুমীর নতুন ছবিটির নাম ‘দুলাভাই জিন্দাবাদ’।
ছবিটির পরিচালক মনতাজুর রহমান আকবর বিষয়টি নিশ্চিত করেছেন। রাজেশ ফিল্মস ব্যানারে নাদির খান প্রযোজিত এই চলচ্চিত্রটির গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এই নিয়ে মনতাজুর রহমান আকবরের নির্দেশনায় ১৪তম চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন নায়িকা মৌসুমী।
চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে মৌসুমী বলেছেন, ‘ছবির স্ক্রিপ্ট আমার দারুণ পছন্দ হয়েছে। এখনও প্রতিনিয়ত আমার কাছে অনেক স্ক্রিপ্টই আসে। তবে এখন আমি চলচ্চিত্রে কাজ করার বিষয়ে একটু বেশিই চুজি হয়েছি। যে কারণে স্ক্রিপ্ট ভালো না লাগলে কাজ করা হয়ে ওঠে না আমার পক্ষে। আকবর ভাইয়ের কাজের প্রতি আমার যেমন বিশ্বাস রয়েছে, সেইসঙ্গে রয়েছে তার কাজের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করছি ভালো কিছু হবে।’
ইতিপূর্বে ১৯৯৫ সালে বাপ্পারাজের বিপরীতে ‘বাঘিনীকন্যা’ নামে অপর একটি ছবিতে মনতাজুর রহমান আকবরের নির্দেশনায় মৌসুমী প্রথম অভিনয় করেন। মৌসুমী সর্বশেষ ২০০৪ সালে আকবরের নির্দেশনায় ‘ভাইয়ের শত্রু ভাই’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।