দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে প্রযুক্তির বদৌলতে তারকাখ্যাতি নির্ণয়ের অন্যতম মাধ্যম হলো সামাজিক যোগাযোগমাধ্যম। বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ ৫ তারকার একটি তালিকা করেছে ফেসবুক!
বর্তমান সময় ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রামের লাইক কিংবা ফলোয়ারের উপর ভিত্তি করেই পরিমাপ করা হয়ে থাকে কে কতো বড় অলনাইন তারকা। ফেসবুক ভেরিফাইড পেজে ভক্তদের লাইকের উপর ভিত্তি করেই এবার বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ ৫ তারকার তালিকা তৈরি করা হয়েছে।
এই ৫ তারকার মধ্যে কে কে আছেন জেনে নেওয়া যাক:
সাকিব আল হাসান
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সবচেয়ে জনপ্রিয় এই তারকা ক্রিকেটার বাংলাদেশের শীর্ষ ফেসবুক তারকা হিসেবে উঠে এসেছেন। সাকিবরে পেজে বতর্মান অনুসারীর সংখ্যা ৯৫ লাখ ৮১ হাজারেরও বেশি। যা দেশের অন্য যেকোন তারকার চেয়ে বেশি।
মুশফিকুর রহীম
সাকিবের পরেই রয়েছেন বাংলাদেশ টেস্ট দলের দলপতি দেশের জনপ্রিয় ক্রিকেটার মুশফিকুর রহীমের অবস্থান। তার পেজে বতর্মান অনুসারীর সংখ্যা ৮৪ লাখ ৯৪ হাজারের বেশি।
মাশরাফি বিন মর্তুজা
বাংলাদেশের সফল ক্যাপ্টেন হলেন মাশরাফি বিন মর্তুজা। তিনি মাঠের মতো ফেসবুকেও সমান জনপ্রিয়। ফেসবুকে মাশরাফির অবস্থান ৩য়। মাশরাফির বতর্মান অনুসারীর সংখ্যা ৭৯ লাখ ৮৭ হাজারেরও বেশি।
নাসির হোসেন
বাংলাদেশ ক্রিকেট দলের এই ক্রিকেটার বর্তমানে মাঠে না থাকলেও রয়েছেন ফেসবুকে। তিনি রয়েছেন শীর্ষ ফেসবুক তারকা তালিকাতে। ফেসবুকে নাসির হোসেন রয়েছেন ৪র্থ স্থানে। তার পেজে বতর্মান অনুসারীর সংখ্যা ৬৮ লাখ ৬৭ হাজারেরও বেশি।
এনামুল হক বিজয়
একসময়ের এই জনপ্রিয় তারকা ওপেনার মাঠে না থাকলেও ফেসবুক তালিকায় রয়েছেন ৮ম স্থানে। বতর্মানে এনামুলের অনুসারীর সংখ্যা ৩৭ লাখ ৯৮ হাজারের বেশি।