দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা বড় পর্দায় প্রায় অনুপস্থিত। তবে এবার তিনি আবার বড় পর্দায় ফিরতে চলেছেন।
জনপ্রিয় নায়িকা পূর্ণিমা বহু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তবে দীর্ঘদিন ধরে তাকে আর বড় পর্দায় দেখা যায় না। সর্বশেষ ২০১২ সালে চলচ্চিত্রে অভিনয় করেন পূর্ণিমা। তারপর এই লম্বা বিরতি তার।
তবে নতুন করে তিনি আলোচনায় চলে এসেছেন। নতুনদের ভিড়ে এখনও তিনি হারিয়ে জাননি বলে জানিয়েছেন। বিয়ের পর সংসার জীবনে ব্যস্ত হয়ে যাওয়ায় চলচ্চিত্র থেকে সরে থাকতে হয়েছিলো তাকে। তবে আবারও নিজের চেনা অঙ্গনে ফেরার অপেক্ষায় রয়েছেন এবং ফিরবেনও।
পূর্ণিমা জানিয়েছেন, তিনি ফিরবেন তবে গতানুগতিক কাহিনীর সিনেমায় তিনি অভিনয় করবেন না।
বড় পর্দায় ফেরা নিয়ে পূর্ণিমা বলেছেন, “চলচ্চিত্রে আর কখনও অভিনয় করবো না-এমন কোনো ঘোষণা যখন দেইনি তাই চলচ্চিত্রে আমি আবার ফিরবো। তবে গৎবাঁধা ছবিতে অভিনয় করতে চাই না। অপেক্ষায় রয়েছি ভালো গল্প ও চরিত্রের জন্য।”
তিনি মনে করেন, বর্তমানে দেশে বাণিজ্যিক ছবির জগতে মানসম্মত গল্পের বেশ অভাব রয়েছে। তাই পছন্দমতো স্ক্রিপ্ট হাতে পেলে আবারও বড় পর্দায় ফিরবেন পূর্ণিমা। সেজন্য আরও অপেক্ষা করতেও রাজি আছেন পূর্ণিমা।