দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেলফি মানুষকে কোন স্থানে নিয়ে গেছে তা এই ছবিটি দেখলেই বোঝা যাবে। সেলফি তুলতে গিয়েই কানের লতিতে আটকে গেছে এক পোষা অজগর!
এমন ভয়াবহ ঘটনা আমার আপনার সঙ্গে ঘটলে কী হতে পারে তা একবার বুঝুন। তবে মার্কিন মুলুকের এক কিশোরীর এমন একটি মুহূর্তের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। কান হতে সাপ বের না হওয়ায় শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে যেতে হয় পোর্টল্যান্ডের ওরেগনের বাসিন্দা অ্যাশলি গকে। সেখানে বহু কসরতের পর চিকিৎসকরা অ্যাশলির কানের লতি হতে সাপ বের করে আনেন অজগরটিকে।
এখন প্রশ্ন আসতে পারে এই অজগরটি কানের লতিতে আটকাল কীভাবে? পোষা অজগর বার্টকে কানের পাশে ঝুলিয়ে সেলফি তুলছিলো ১৭ বছর বয়সের অ্যাশলি। তখনই কোনোভাবে অ্যাশলির কানের লতির ফুটোতে ঢুকে যায় ওই অজগরটি। আর যায় কোথায়। বেশ কিছুক্ষণ ধরে সাপটিকে কান হতে বের করার চেষ্টা করে ওই কিশোরী। তবে কিছুতেই তা বের না হওয়ায় ভয়ও পেয়ে যায় অ্যাশলি। ডাকা হয় দমকলকর্মীদের। তারাও ব্যর্থ হলে বাধ্য হয়ে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেখানে কানের ফুটোয় পিচ্ছিল তরল ঢেলে সাপটিকে বের করা হয়।
এই ভয়াবহ অভিজ্ঞতার কথা সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছে কিশোরী অ্যাশলি। পোষা অজগর যে এইভাবে তার জীবন বিপন্ন করে তুলতে পারে তা তিনি স্বপ্নেও ভাবেননি।