দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বজুড়ে যেনো অনাস্থা নেমে এসেছে। এবার ট্রাম্পের চেহারা সদৃশ এমন পাথরের মূর্তি সকলকে চমকে দিয়েছে!
তাই এমন মূর্তি দেখে সকলেই বলছেন, ৭শ’ বছর পূর্বেও পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্পের অস্তিত্ব ছিলো। ব্রিটেনের সাউথওয়েল মিনস্টার গির্জার এমন এক পাথরের মূর্তিকে ঘিরে এমনই প্রশ্ন উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সাউথওয়েল মিনস্টার গির্জায় প্রবেশের মুখে বেশ কিছু পাথরের মূর্তি রাখা রয়েছে।
নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর সেখানে বেড়াতে গিয়েছিলেন ব্রিটিশ লেখিকা ও বিবিসি রেডিওর সঞ্চালিকা সামীরা আহমেদ। বিতর্কিত মন্তব্য করে তখন থেকেই লোকমুখে ট্রাম্পের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে।
গির্জায় ঢোকার মুখে ৭শ’ বছর পুরনো একটি মূর্তির দিকে নজর পড়ে সামীরা আহমেদের। সেই মূর্তির সঙ্গে ট্রাম্পের চেহারার সঙ্গে অবিকল মিল খুঁজে পান তিনি। এমনকি চুল আঁচড়ানোর কায়দাও অবিকল একই! তারপর আর দেরি করেননি সামীরা। বাড়ি ফিরেই টুইটারে মূর্তিটির একটি ছবি পোস্ট করেন।
সেই খবরটি ছড়িয়ে পড়তে সময় লাগেনি একটু্ও। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। সে কারণে সাউথওয়েল গির্জায় নাকি ভিড় উপচে পড়ছে। নতুন মার্কিন প্রেসিডেন্টের প্রতিকৃতি এক ঝলক দেখা পেতে লম্বা লাইনে দাঁড়াতেও আপত্তি নেই সাধারণ জনগণের।
গির্জা সূত্রের খবর হলো, পাথরে খোদাই করা ওই মূর্তিটি রাজার ২৮০জন মন্ত্রী–আমলার একজন। চতুর্দশ শতাব্দীতে এই গির্জাটিতে স্থাপন করা হয় এই মূর্তিটি। পরে ঊনবিংশ শতাব্দিতে মেরামত করা হয় এই মূর্তিগুলো।