দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাতিসংঘের কঠোর সমালোচনা ও নির্দেশনাকে উপেক্ষা করে পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনদের হটিয়ে সেখানে বসতি স্থাপন করার আইন পাশ করেছে ইসরাইল।
দেশটির পার্লামেন্টে পাশ হওয়া বিতর্কিত এই আইনের বলে পশ্চিম তীরে থাকা ৪ হাজার বাড়ি নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, দেশটির সংসদে এই আইনটি ৬০-৫২ ভোটে পাশ করে। সেখানে বলা হয়, ফিলিস্তিনের যারা এসব জমির মূল মালিক তাদের হয় অর্থ, নয়তো বিকল্প জমি দিয়ে ক্ষতিপূরণ দেওয়া হবে।
বিষয়টি নিয়ে এখনও দৃঢ়ভাবে কিছুই জানায়নি ট্রাম্প প্রশাসন। বারাক ওবামা প্রশাসনের চাপের মুখে দীর্ঘদিন ইসরাইলের আগ্রাসন বন্ধ ছিলো। তবে ট্রাম্পের এই নিশ্চুপ অবস্থানের কারণে ইসরাইল তার আগ্রাসন আরও গতিশীল করতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।