দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্ট বিজয়ের পর এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম মোহাম্মদ হোসাইন।
জানা গেছে, ৩৫ বছর বয়সী ওই যুবক এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় আরোহন করেন এবং এরপর ফিরে আসার সময় তার এই মর্মান্তিক মৃত্যু ঘটে। এই বাংলাদেশি যুবকের সঙ্গে দক্ষিণ কোরিয়ার এক যুবকেরও মৃত্যু ঘটে বলে এএফপির খবরের বরাত দিয়ে অনলাইন সংবাদ মাধ্যম বাংলাদেশ নিউজ২৪ডট কম এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, নেপালের পর্যটন অফিসের কর্মকর্তারা আজ ২১ মে এই মৃত্যুর খবর প্রকাশ করেন। তবে কবে তারা মারা গেছেন সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো কিছু জানা যায়নি।
উল্লেখ্য, নেপালের পর্যটন দফতরের কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশী যুবক মোহাম্মদ হোসাইন এভারেস্ট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গে সাফল্যের সঙ্গে আরোহন করতে সক্ষম হয়েছিলেন।