দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীঘ্রই চালু হচ্ছে ভারতের কাছে ইরানের চাবাহার বন্দর। কৌশলগত কারণে এটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ভারতের কাছে।
ভারতে নিযুক্ত আফগানিস্তানের কনসাল জেনারেল মহম্মদ আমন আমিন দ্রুত এই বন্দর খোলা হবে বলে জানিয়েছেন। বন্দরটি চালু হলে পাকিস্তানের অভ্যন্তরের সড়ক এড়িয়ে ইউরোপ এবং মধ্য এশিয়ার বাজারে পৌঁছাতে পারবে ভারত। এতে করে ব্যবসা, লেন-দেন চালানোর সময়, অর্থ দুই-ই বাঁচবে। সেই উদ্দেশ্য মাথায় রেখেই আফগানিস্তানের ভিতর দিয়ে পরিবহণ তথা বাণিজ্য করিডর তৈরি করতে ওই বন্দরটি গড়ে তোলা হচ্ছে।
গত বছর ২০১৬ সালে ইরান, আফগানিস্তানের সঙ্গে এই বন্দর নির্মাণে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছে ভারত। আমিন বলেন, এক মাসের মধ্যে ওই বন্দর খুলে গেলে ভারত, আফগানিস্তানের মধ্যে বাণিজ্য লেনদেনও আরও চাঙ্গা হবে।
তবে চাপাহার বন্দর চালুর খবরে পাকিস্তান উদ্বিগ্ন হয়ে পড়েছে। নয়াদিল্লির এই পদক্ষেপ আগেই আঁচ করতে পারলেও প্রথমে তেমন আমল দেয়নি বেজিং এবং ইসলামাবাদ। তবে ভারতের এই পদক্ষেপ এখন পাকিস্তানের জন্য টেনশন ও মাথাব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে।