দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উত্তর কোরিয়ার নেতার সৎভাই কিম জং ন্যাম হত্যার অভিযোগে ইন্দোনেশিয়ার গ্রেফতারকৃত এক নারী স্বীকারোক্তি দিয়েছেন। তিনি বলেছেন, একটি প্রাঙ্ক ভিডিও বানানোর জন্য মাত্র ৯০ ডলার (৪০০ রিঙ্গিত) দেওয়া হয়েছিল তাকে!
গত শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সিতি আইশাহ নামের ওই নারীর সঙ্গে ইন্দোনেশীয় দূতাবাসের কর্মকর্তারা সাক্ষাৎ করেছেন।
সিতি আইশাহ বলেছেন, রিয়েলিটি শো’র জোকস তৈরির জন্য তাকে শিশুদের ব্যবহারের তেল কিম জং ন্যামের মুখে স্প্রে করার শর্তে ওই অর্থ দেওয়া হয়েছিলো।
মরদেহ পরীক্ষার পর চিকিৎসকরা বলেছেন, প্রাণঘাতী রাসায়নিক নার্ভ অ্যাজেন্ট ভিএ· প্রয়োগ করে খুন হয়েছেন ন্যাম। জাতিসংঘ বলছে, বিষাক্ত এই অস্ত্র পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী। এই রাসায়নিক অস্ত্র নিষিদ্ধ করা হয় ১৯৯৩ সালে।
কিম জং-ন্যাম ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুরে খুন করা হয়। মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে দুই নারীর হামলায় প্রাণ হারান উত্তর কোরিয়া নেতা কিম জং উনের সৎভাই কিম জং ন্যাম। ন্যাম হত্যার পেছনে উত্তর কোরিয়া জড়িত বলে সন্দেহ করা হলেও পিয়ং ইয়ং সেটি কঠোরভাবে প্রত্যাখ্যান করে আসছে।
ওই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে মালয়েশিয়া। এছাড়া উত্তর কোরিয়ার আরও ৪ পুরুষসহ ৭ জনকে খুঁজছে পুলিশ।
সিতি আইশাহ’র সঙ্গে ৩০ মিনিটের সাক্ষাতের পর ইন্দোনেশিয়ার ডেপুটি অ্যাম্বাসেডর আন্দ্রিয়ানো এরউইন বলেন, সে শুধুমাত্র বলেছে, ওই কাজ করার জন্য তাকে কেও বলেছিল। তাকে (সিতি) বলা হয়েছিলো, জাপানি বা কোরিয়ান কোনো নাগরিকের মুখোমুখি হবে সে।
‘তার দেওয়া তথ্য অনুযায়ী, এই কাজ করার জন্য ওই ব্যক্তি তাকে ৪০০ রিঙ্গিত দিয়েছিলেন, সে শুধুমাত্র বলেছে, তাকে এক ধরনের তেল দেওয়া হয়েছিলো; অনেকটা শিশুদের তেলের মতো।’ তবে রাসায়নিক এই বিষের কারণে ওই নারীর কোনো ক্ষতিই হয়নি বলে দূতাবাস কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে বলেছেন।
This post was last modified on ফেব্রুয়ারী ২৬, ২০১৭ 11:33 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…