দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজব খবর মনে হলেও সত্যিই এক কচ্ছপের পেট থেকে পাওয়া গেছে কাড়ি কাড়ি টাকা। যাকে বলা যায় টাকার খনি!
ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। সেখানকার একটি কচ্ছপের পেট অপারেশন হলো ব্যাংককের নামিদামি একটি হাসপাতালের অপারেশন থিয়েটারে। অপারেশন করে এই কচ্ছপের পেটের ভেতর রীতিমতো ‘টাকার খনি’ পেয়েছেন চিকিৎসকরা! চিকিৎসকরা জানিয়েছেন, এর পেট ও অন্ত্র থেকে বের করা হয়েছে প্রায় এক হাজার কয়েন। এগুলোর ওজন প্রায় ৫ কেজির মতো হবে।
জানা যায়, একটি উপাসনালয়ের কাছে নদীর পাড়ে কচ্ছপটিকে খুঁজে পেয়েছিল স্থানীয়রা। তখন এই কচ্ছপকে ভীষণ দুর্বল দেখা যাচ্ছিলো। সে নড়াচড়া করতে পারছিলো না। তারা এটিকে হাসপাতালে নিয়ে গেলে সিটিস্ক্যাণ করে দেখা যায়, পেটে ধাতব পদার্থ জাতীয় কিছু দেখা রয়েছে। সেকারণে চিকিৎসকরা তার অপারেশন করার সিদ্ধান্ত নেন। কচ্ছপকে তোলা হয় অপারেশন থিয়েটারে। এরপর ১২ জন চিকিৎসক দীর্ঘ ৯ ঘন্টা ধরে তার পেট অপারেশন করে বের করেন ওই কয়েনগুলি। তারপর তাকে বিশেষ সেবা দিয়ে সুস্থ করে তোলা হয়।
এতোগুলো কয়েন কোথা থেকে কচ্ছপটির পেটে এলো তা নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে। আর কেনোই বা গিলে খেল তা এক রহস্যজনক বটে। কচ্ছপটির নামে ফেসবুকে একটি অ্যাকাউন্টও খোলা হয়েছে!