দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বে অনেক নাম করা হোটেল রয়েছে যেমন দুবাইয়ের সবচেয়ে অভিজাত হোটেল হলো ‘বুর্জ আল আরব’। এই অভিজাত হোটেলটির ভেতরটা কেমন তা কি দেখতে চান? দেখুন ভেতরটা।
দুবাইয়ের সবচেয়ে অভিজাত হোটেল হলো এই বুর্জ আল আরব। সব ধরণের সুযোগ সুবিধা রয়েছে এই হোটেলটিতে। ৭ তারা এই হোটেলের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে সবার নজরে এসেছে।
এই হোটেলটিতে হেলিকপ্টার নামার জন্য হেলিপ্যাডের ব্যবস্থা রয়েছে। এক রাতে থাকার জন্য এই হোটেলটিতে খরচ হয় প্রায় ১৯ হাজার পাউন্ড।
এই হোটেলের প্রতিটি রুমে রয়েছে স্বর্ণের আইপ্যাড। প্রতিটি রুমের জন্য একজন করে পরিচালকও রয়েছে। অনেক জনপ্রিয় তারকার কাছেই এই হোটেলটির বিশেষ আকর্ষণ রয়েছে। রজার ফেদেরার, গিগি হাদিদ, ক্লাউডিয়া স্কিফার ও কেনডাল জেনারের মতো তারকারাও এই তালিকার মধ্যে রয়েছেন।
সম্প্রতি বুর্জ আল আরব কর্তৃপক্ষ তাদের হোটেলের ভেতরের ১ হাজার ছবি প্রকাশ করেছে। এখন দেখুন হোটেল বুর্জ আল আরবের ভেতরটা দেখতে কেমন: