দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান প্রোট্রুলি তাদের স্মার্টফোনে যুক্ত করলো ৩৬০ ডিগ্রি ক্যামেরা! তারা দাবি করছেন, এটিই বিশ্বের প্রথম ‘ভিআর স্মার্টফোন’ (ভার্চুয়াল রিয়্যালিটি)।
প্রোট্রুলির এই স্মার্টফোনটির নাম দেওয়া হযেছে ‘ডার্লিং’। বিল্ট-ইন ৩৬০ ডিগ্রি ক্যামেরা দিয়ে খুব সহজেই তোলা যাবে ভিআর ছবি অথবা ভিডিও। ভিডিও বা ছবি ধারণ করার পর ছবিটিকে গোলাকৃতির একটি ফ্রেমে দেখাবে। কিন্তু সম্পূর্ণভাবে ৩৬০ ডিগ্রি ভিডিও বা ছবি উপভোগ করতে হলে ব্যবহার করতে হবে ভিআর হেডসেট। অপরদিকে ইউটিউব বা অন্যান্য মাধ্যম যেখানে ৩৬০ ডিগ্রি ফাইল সাপোর্ট করে সেখানে আপলোড করার সুবিধাও রয়েছে।
জানা গেছে, ‘ডার্লিং’ স্মার্টফোনের দুটি সংস্করণও ইতিমধ্যে তৈরি করেছে প্রোট্রুলি। সাধারণ সংস্করণের সঙ্গে সঙ্গে তৈরি করা হয়েছে একটি শৌখিন সংস্করণও, যেখানে রয়েছে স্বর্ণের তৈরি ফ্রেম, প্রিমিয়াম লেদার ও ৪টি হীরক খণ্ড। সাধারণ সংস্করণটির দাম ধরা হয়েছে ৬০০ মার্কিন ডলার ও অন্য সংস্করণটির দাম হবে এক হাজার ৩০০ মার্কিন ডলার। বর্তমানে শুধু চীনের বাজারেই পাওয়া যাবে এই নতুন স্মার্টফোন দুটি।
স্পেসিফিকেশনের দিক হতে অবশ্য কোনো পার্থক্য থাকবে না স্মার্টফোন দুটির মধ্যে। ৫.৫ ইঞ্চি ১০৮০পি পর্দার ফোনে থাকবে:
মিডিয়াটেক প্রসেসর
৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ।
এই স্মার্টফোনের সামনে ও পেছনে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, আবার পাশাপাশি ১৩ মেগাপিক্সেলের সাধারণ ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকছে ‘ডার্লিং’ -এ। ৩৫৬০ এমএএইচ ক্ষমতার বিশালাকার ব্যাটারি শক্তি সরবরাহ করবে।
ইউএসবি-সি পোর্ট সংযুক্ত অ্যানড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন দুটিতে থাকবে ফিংগারপ্রিন্ট স্ক্যাণারও।