The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মৃত নদী কীভাবে প্রাণ ফিরে পায় দেখুন ভিডিওতে! [ভিডিও]

এবার দেখে নিন তেমনই একটি অদ্ভুত দৃশ্য। কিভাবে প্রাণ ফিরে পায় একটি মৃত জিন নদী

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোনো এক সময়ের প্রমত্তা নদী এখন মৃত নদী। এমন ঘটনা আমরা অনেক দেখেছি। আজ রয়েছে এমনই এক মৃত নদী কীভাবে প্রাণ ফিরে পায় তার ভিডিও!

প্রকৃতি যেমন সুন্দর টিক তেমনই ভয়ঙ্করও হতে পারে। প্রকৃতি যেমন সৃষ্টিশীল তেমনি সেটি আবার ধ্বংসও ডেকে আনতে পারে। যুগে-যুগে পৃথিবীর বুকে নেমে আসা প্রাকৃতিক পরিবর্তন যেনো এক অদ্ভুত প্রকৃতির। তা আমরা কখনও কল্পনাও করতে পারি না। এবার দেখে নিন তেমনই একটি অদ্ভুত দৃশ্য। কিভাবে প্রাণ ফিরে পায় একটি মৃত জিন নদী।

ইজরায়েলের নাগেভ মরুভূমির এই নদীটি বহুদিন ধরে খরার কবলে পড়ে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিলো। তবে হঠাৎ ওই অঞ্চলে হওয়া প্রবল বৃষ্টিতে প্রাণ ফিরে পায় ওই নদীটি। সেই দৃশ্য দেখতে জমা হয়েছিলেন বহু মানুষ। এই ঘটনাটি কথা নাকি বাইবেলেও বর্ণনা করা হয়েছে। নাগেভ পর্বতের চূড়ায় অবস্থিত ২৪ মাইল লম্বা এবং ৬ মাইল চওড়া রামন খাদ হতে বেরিয়ে জিন নদী মিশে গেছে মরু সাগরে। ভিডিওটি দেখলেই তা বুঝতে পারবেন।

দেখুন সেই ভিডিওটি
https://www.youtube.com/watch?v=S02RRTlWDPM

Loading...