দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হয়তো এমন একটি ভিডিও দেখলে আপনার কাছেও মনে হতে পারে শুধুই ফানি। কিন্তু বাস্তবেই ঘটেছে এমনটি। তৃষ্ণার নিবারণ মেটাচ্ছে গোখরা। দেখুন সেই ভিডিওটি।
এই ঘটনাটি ঘটেছে ভারতের কেইগা পৌরসভা এলাকায়। সেখানে খরায় পানি সংকটে পড়ে সাপটি জনবসতির মধ্যে চলে আসে। পরে সাপটিকে বোতলের পানি পান করিয়ে সুস্থ করে তোলা হয়। রাজ গোখরা সাপটি সাধারণভাবে মানুষকে এড়িয়েই চলে। বাস করে যতোটা সম্ভব মানুষ থেকে অনেক দূরে।
জানা যায়, এই সাপটির সহায়তায় এগিয়ে আসে স্থানীয় অধিবাসী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দৈর্ঘ্যে প্রায় ১২ ফুট লম্বা এই সাপটি দেখতে অত্যন্ত বিপজ্জনক। তবে পানির অভাবে এটি অনেকটা কাবু হয়ে যায়। এ সময় স্থানীয়রা সাপটিকে বোতলের পানি পান করিয়ে সুস্থ করে তোলেন। ভিডিওটিতে দেখা যায় তারা সাপটিকে বোতলের পানি পান করাচ্ছে। আবার সাপটিও তৃষ্ণা নিবারণ করতে সে পানি আগ্রহের সঙ্গে পানও করছে। দৃশ্যটি অনলাইন মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।