দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্পাইডারম্যানের মতো বাস্তবে এক শিশুকে পাওয়া গেছে যে কিনা দেওয়াল বেয়ে উঠতে পারে! সত্যিকার এমন স্পাইডারশিশুর দেখা পাওয়া গেছে ইরানে।
ডেইলি মেইল জানিয়েছে, মাত্র তিন বছর বয়সী ইরানি শিশুটির নাম আরাত হোসাইন। সে বর্তমানে বহুধরনের জিনম্যাস্টিকস কসরত দেখাতে সক্ষম। তবে সে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে খাড়া দেওয়াল বেয়ে উঠে। একটি পিলার ধরেই সে সোজা উপরে উঠে যেতে পারে অনায়াসে।
শুধু হাত-পা ব্যবহার করেই সে নানা কসরত দেখায়। তার এ কাজে তেমন কোনো সরঞ্জামও সে ব্যবহার করে না।
ইন্টারনেটে তার দেওয়াল বেয়ে ওঠার ও আরও কয়েকটি ভিডিও বর্তমানে ভাইরাল। এছাড়া তার আরও কিছু শারীরিক কসরত অনলাইনে দেখা গেছে।
দেখুন সেই ভিডিওটি
This post was last modified on এপ্রিল ২, ২০১৭ 11:22 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাছে ঝুলন্ত একটি কুমিরকে লেজ দিয়ে পেঁচিয়ে ফেলেছে এক অজগর।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গরমের এই সময় ঘেমেনেয়ে ঠাণ্ডা পানীয়তে চুমুক দেওয়া কিংবা খাওয়াদাওয়ার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে প্রযুক্তিনির্ভর জীবনে ল্যাপটপ একটি অত্যাবশ্যকীয় ডিভাইস। পড়াশোনা, অফিসের কাজ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গবেষকরা বলেছেন, ব্যথানাশক ওষুধ আইবুপ্রোফেনের মতোই কাজ করবে এই তেলটি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজার অবশিষ্টাংশ থেকে রাফাকে বিচ্ছিন্ন করতে পরিকল্পনা চালাচ্ছে ইসরায়েল। সেই…