দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাঝরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বন্ধ রাখার কথা চিন্তা-ভাবছে সরকার। ‘ছাত্র ও তরুণদের উন্নতির জন্য’ প্রতিদিন ৬ ঘণ্টার জন্য ফেসবুক বন্ধের এই ঘোষণা অচিরেই আসতে পারে বলে জানা গেছে।
এ বিষয়ে মতামত চেয়ে ইতিমধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে একটি চিঠিও দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
চিঠিতে ফেসবুক ‘শিক্ষার্থীদের প্রভাবিত করছে’ ও ‘তরুণদের কাজ করার ক্ষমতা কমিয়ে দিচ্ছে’ উল্লেখ করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি প্রতি রাতে ৬ ঘণ্টা বন্ধে টেলিযোগাযোগ বিভাগের মতামত চাওয়া হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এনায়েত হোসেন সংবাদ মাধ্যমকে এ বিষয়ে বলেন, রাত ১২টা হতে ভোর ৬টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখা যায় কি না, সেই বিষয়ে টেলিযোগাযোগ বিভাগের মতামত জানতে চেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই সময় তরুণ সমাজকে ফেসবুক আসক্তি হতে মুক্ত করার জন্য এই ধরনের সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে চিন্তা-ভাবছে করছে সরকার।