দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের বাজারে ১ এপ্রিল হতে এসেছে অপো’র ডুয়েল সেলফি ক্যামেরার নতুন স্মার্ট ফোন ‘এফ-থ্রি প্লাস’ আনুষ্ঠানিকভাবে নতুন এই মডেলের বিক্রি শুরু করেছে অপো।
নতুন এই সেটটির বাংলাদেশে বাজারজাত করণ উপলক্ষে এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে এক মনোজ্ঞ কনসার্টের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশী ব্যান্ড ‘শূন্য’।
সংবাদ মাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, অপো ‘এফ-থ্রি প্লাস’ এর মাধ্যমে কোনো স্মার্ট ফোন দিয়ে এই প্রথম ১২০ ডিগ্রি ওয়াইড এঙ্গেলে গ্রুপ সেলফি তোলা সম্ভব। সেলফির জন্য এই নতুন সেটের ফ্রন্টের ক্যামেরা রাখা হয়েছে ১৬ মেগা পিক্সেল। আরও আছে ৪জিবি র্যাম ও ৬৪ জিবি রোম ব্যবহৃত হয়েছে এই ফোনটিতে। ‘এফ-থ্রি প্লাস’ বাংলাদেশের যে কোনো অপো আউটলেট হতে কেনা যাবে। দাম ধরা হয়েছে ৩৯ হাজার ৯৯০ টাকা।
জানানো হয়েছে, যারা ২৩ মার্চ হতে ৩১ মার্চ পর্যন্ত অগ্রীম বুকিং দিয়ে নতুন এই ফোনটি ক্রয় করেছেন, তাদেরকে দেওয়া হয়েছে আকর্ষণীয় পুরস্কারও।