দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রাত ১০.০১ মিনিটে কাশিমপুর কারাগারে মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের ফাঁসি কার্যকর করা হয়েছে। অপরদিকে সিলেটে কার্যকর হয় অপর সহযোগী রিপনের ফাঁসি।
হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান এবং তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের ফাঁসি কার্যকর করা হয় কাশিমপুর কারাগারে। অপরদিকে সিলেটে কার্যকর হয় অপর সহযোগী রিপনের ফাঁসি। এর আগে তাদের পরিবারবর্গ তাদের সঙ্গে সাক্ষাৎ করে।
তাদের লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছে। এর আগে বিকাল ৪টার দিকে ডিআইজি প্রিজন মো. তৌহিদুল ইসলাম কারাগারে প্রবেশ করেন।
এর আগেই ফাঁসি কার্যকর করার জন্য জল্লাদ বাছাই করা সহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। কাশিমপুর কারা কমপ্লেক্সের ইমাম মাওলানা মো. হেলাল উদ্দিনকে আসামিদের তওবা পড়ানোর জন্য প্রস্তুত রাখা হয়।
সকালে মুফতি হান্নানের বড় ভাই আলিউজ্জামান মুন্সি, তার স্ত্রী জাকিয়া পারভিন রুমা, তার বড় মেয়ে নিশি খানম ও ছোট মেয়ে নাজরিন খানম তারসঙ্গে সাক্ষাৎ করেন। পরে দুপুরে ২টার দিকে মুফতি হান্নানের দুই ভাই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা বন্দি মো. মহিবুল এবং গাজীপুরের কাশিমপুর কারাগারের বন্দি মো. আনিসও তার সঙ্গে সাক্ষাৎ করেন।