দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘদিন বিরতির পর দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দীর ‘কলমের কালি’ শিরোনামের নতুন গান প্রকাশ পেয়েছে। দীর্ঘদিন ধরেই জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর গানের জন্য শ্রোতারা মুখিয়ে ছিলেন।
‘কলমের কালি’ গানটি লিখেছেন জনি হক, সুর ও সংগীত পরিচালনা করেছেন বাসু। চারটি গান নিয়ে ‘কলমের কালি’ নামের মিশ্র অ্যালবামে এটি প্রকাশিত হয়েছে।
গানটি সম্পর্কে সংবাদ মাধ্যমকে সুবীর নন্দী বলেছেন, ‘এই গানে চমৎকার একটি বক্তব্য রয়েছে; সেটা চিরন্তন। বাসুর সুর-সংগীত তো বরাবরই প্রশংসার দাবি রাখে। তিনি খুব বুঝেশুনেই কাজ করেন। শ্রোতারা ‘কলমের কালি’ গানটি শুনে তৃপ্তি পেলে আমার গাওয়া গান স্বার্থক হবে।’
অপরদিকে বাসু ও জনি হক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পেন্সিল দিয়ে কিছু লিখলে, সেটি ভুল হলে রাবার দিয়ে তা মুছে নতুনভাবে লেখা যায়। তবে কলমের কালি দিয়ে কিছু লেখা হলে তা মোছা যায় না। জীবনের ভুলগুলোও যদি কলমের কালি দিয়ে না লিখে পেন্সিলে লেখা হতো তাহলে সেসব মুছে নতুনভাবে শুরু করা যেতো। মূলত এই বক্তব্যই রয়েছে গানটিতে।
অ্যালবামের ৪টি গানের মধ্যে ৩টি গেয়েছেন মিঠু আহমেদ, বিন্দিয়া এবং ইউসুফ। এগুলো লিখেছেন আমিনা নাজনীন ডানা, ভূঁইয়া শফিকুল ইসলাম ও ডা. অমল কুমার বর্মণ।
১লা বৈশাখ উপলক্ষে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান কলের গান মাল্টিমিডিয়ার ব্যানারে বাজারে ছেড়েছে এই ‘কলমের কালি’ অ্যালবামটি।