দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাবেক তালিবান মুখপাত্র এশানুল্লাহ এহসান আত্মসমর্পণ করেছেন। গত সোমবার পাকিস্তান সেনা সূত্র হতে এই তথ্য দেওয়া হয়েছে। পাকিস্তানে বহু নাশকতা ও হিংসাত্মক ঘটনার পিছনে হাত ছিল তেহরিক-ই তালিবানের জামাত-উল আহরারের নেতা তথা সাবেক মুখপাত্র এশানুল্লাহ এহসান।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, এই তালেবান নেতা ২০১৪তে ‘জার্ব-ই-আজব’ সেনা অভিযানের পর যোগ দেয় ইসলামিক স্টেটে। গত সোমবার পাকিস্তানের সেনা বাহিনীর মুখপাত্র আসিফ গফুর এই খবর দিয়ে বলেছেন যে, এটি পাকিস্তানের একটি বড় কৃতিত্ব। “আমি জানাতে চাই যে টিটিপির সাবেক মুখপাত্র ও জামাত-উল আহরারের নেতা এশানুল্লাহ এহসান আমাদের নিরাপত্তা সংস্থার কাছে আত্মসমর্পণ করেছেন। আমাদের সবচেয়ে ‘বড় শত্রু আত্মসমর্পণ করছে’, বলে জানান তিনি।
তিনি আরও জানান, ফেব্রুয়ারি হতে এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ১৫টি ‘রাদ-উল ফাসাদ’ অভিযান চালানো হয়েছিলো। এই অভিযানে ১০৮ জঙ্গি নিকেশ হয়েছে ও ৪,৫১০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। এখনও পর্যন্ত ১৬১ জন জঙ্গিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পকিস্তানের নিরাপত্তা বাড়াতে এবং উন্নত করতে নাশকতাকারীদের ধ্বংস করা হবে বলেও তিনি অভিব্যক্তি ব্যক্ত করেছেন।